শার্শা প্রতিনিধি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে মতবিনিময় ও গণসংযোগ করেছেন শার্শা উপজেলা কৃতি সন্তান যশোর-১ (শার্শা) আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগ নেতা নাজমুল হাসান। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৫টার শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের জামতলা বাজারে মতবিনিময় ও সরকারের উন্নয়নমূলক লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সরদার শাহরিন আলম বাদল, নাভারণ ডিগ্রী কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি ফেরদৌস চৌধুরী রাজু, শার্শা উপজেলা স্বেচ্ছাসেকলীগের যুগ্ম-আহবায়ক হাজী মোহাম্মদ বাবলু মিয়া, শার্শা উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ওয়াহিদুজ্জামান ওয়াহেদ, উপজেলা যুবলীগের সদস্য শফিক মাহমুদ ধাবক, যুবলীগ নেতা কাজী মালেকুজ্জামান সুজন, কমিরুজ্জামান কবির, মাহাবুর রহমান সরদারসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।