মণিরামপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন

মনিরামপুর প্রতিনিধি: ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে মণিরামপুর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫২তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তম চক্রবর্তী বাচ্চু, মনিরামপুর উপজেলা সমবায় অফিসার মো. তরিকুল ইসলাম, মনিরামপুর যুব মহিলা লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য তাসরিন সুলতানা শোভা, সাধারণ সম্পাদক সুরাইয়া আক্তার ডেইজি প্রমুখ। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সমবায় ভিত্তিতে এদেশের সাধারণ মানুষকে স্বাবলম্বী করে তোলা। যা মনিরামপুরে স্থানীয় সরকার পল্লী উন্নয়নের সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বাবু স্বপন ভট্টাচার্য্য এমপি সমবায় ভিত্তিতে মনিরামপুরের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে যা এখন দৃশ্যমান। পরিশেষে সমবায়ের উৎপাদিত পণ্য সামগ্রী পরিদর্শন করা হয় এবং ভুক্তভোগী সকল সদস্যগণ তাদের স্বাবলম্বী হওয়ায় কথা এবং উন্নয়নকে এগিয়ে নিতে আবার নৌকা মার্কায় ভোট দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে এই প্রতিশ্রুতি রাখেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

ফেসবুক পেজ এ সব খবর

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার ,বিকাল ৪:৩৬
  • ৭ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২২ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  • ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন



আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বাংলা বাংলা English English