কৃষকলীগের সভাপতি রুবিকে হারিয়ে প্যানেল চেয়ারম্যান -৩ হলেন এড. শাহনওয়াজ পারভীন মিলি
সাতক্ষীরা জেলা পরিষদ
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১২ টায় জেলা পরিষদ’র সভা কক্ষে প্যানেল চেয়ারম্যান নির্বাচনে সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি মাহফুজা সুলতানা রুবিকে পরাজিত করে প্যানেল চেয়ারম্যান ৩ নির্বাচিত হয়েছেন এ্যাডভোকেট শাহনওয়াজ পারভীন মিলি। নির্বাচন পরিচালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজা রশিদ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা পরিষদের সদস্যগন, প্রশাসনিক কর্মকর্তা এস এম খলিলুর রহমানসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।