কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিল আশাশুনি ছাত্রলীগ

২৪

স্টাফ রিপোর্টার: শ্রমিক সংকট ও অর্থের অভাবে ধান কাটতে নাপারা কৃষকের ধান কেটে মাড়াই করেঘ রে তুলে দিয়েছে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ছাত্রলীগের নেতৃবৃন্দ।

শুক্রবার (৫ মে) সকালে উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামের কৃষক
প্রমোদ কুমার মন্ডলের ৩৩ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে দেয় সংগঠনের
নেতাকর্মীরা।

- Advertisement -

ধানকাটায় অংশ নেন, আশাশুনি উপজেলা ছাত্রলীগের নেতা ও আনুলিয়া ইউনিয়ন
ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আছাদুল ইসলাম আসাদ, বড়দল ইউনিয়ন ছাত্রলীগের
সাবেক সাধারণ সম্পাদক মো: বাচ্চু সরদার, সাংগঠনিক সম্পাদক হিমাদ্রি শেখর ডালিম, ছাত্রলীগ কর্মী কঙ্কন কুমার রায়, উত্তম কুমার মন্ডল, দিপাঙ্কর
সরদার, রুদ্র রায়, যতিষ মন্ডল, রমিজ রেজা,শুভ মল্লিক, ফয়সাল আহম্মেদ, নয়ন
সরদারসহ বড়দল ও আনুলিয়া ইউনিয়নের ছাত্রলীগের ২০ জন নেতাকর্মী।

কৃষক প্রমোদ কুমার মন্ডল জানান, ‘ধান পেকে গেলেও শ্রমিক সংকট ও টাকার
অভাবে শ্রমিক নিতে পারছিলাম না। তাই পাকা ধান ঘরে তুলতে পারছিলাম না।
তাছাড়া ঘূর্ণিঝড় মোচার কথা শুনে খুব চিন্তায় ছিলাম। স্থানীয় কয়েকজন
যুবকের মাধ্যমে ছাত্রলীগের নেতাকর্মীরা খবর পেয়ে ধান কেটে মাড়াই করে তুলে
দিয়েছে। এই অর্থসংকটের মধ্যে বিনামূল্যে ধান কেটে দেওয়ায় আমি খুশি।

আশাশুনি উপজেলা ছাত্রলীগের নেতা ও আনুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ
সভাপতি আছাদুল ইসলাম আসাদ বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ
হাসিনার স্বপ্ন বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো। বঙ্গবন্ধু কন্যার
বক্তব্যে অনুপ্রেণিত হয়ে বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগ অতন্দ্র প্রহরী হিসেবে
সদা জাগ্রত আছে সারা বাংলায়।

এরই অংশ হিসেবে কেন্দ্রীয় ছাত্রলীগের
সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান নির্দেশে
কৃষক প্রমোদ কুমার মন্ডলের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছি। অর্থের
অভাবে ও শ্রমিক সংকটে কোন কৃষক ধান ঘরে তুলতে পারছে না এমন সংবাদ পেলে
সেই কৃষকের পাশে দাঁড়াবো আমরা।

এই বিভাগের আরও সংবাদ