কৃষকের পাশে সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগ কর্মী মুহিত
শ্রমিক সংকট ও অর্থের অভাবে ধান কাটতে নাপারা কৃষকের ধান কেটে দিয়েছেসা সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা মুহিত।
শনিবার (৬ মে) সকালে সদরের বাকাল এলাকার এক অসহায় কৃষকের জমির ধান কেটে দেওয়া হয়।
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা মুহিত বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো। বঙ্গবন্ধু কন্যার
বক্তব্যে অনুপ্রেণিত হয়ে বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগ অতন্দ্র প্রহরী হিসেবে
সদা জাগ্রত আছে সারা বাংলায়। এরই অংশ হিসেবে কেন্দ্রীয় ছাত্রলীগের
সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান নির্দেশে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছি। অর্থের অভাবে ও শ্রমিক সংকটে কোন কৃষক ধান ঘরে তুলতে পারছে না এমন সংবাদ পেলে সেই কৃষকের পাশে দাঁড়াবো আমরা।