সাতক্ষীরা প্রতিনিধি: বৈশালী কৈখালী উত্তরপাড়া মোহাম্মাদীয়া জামে মসজিদ যুব ফাউন্ডেশনের কমিটি গঠন, মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আল্লাহর সন্তুষ্টি অর্জন, মসজিদ মাদ্রাসার উন্নয়ন কাজে অংশগ্রহণ, ব্যাবসায়ীক প্রকল্প পরিচালনা করা, গরীব অসহায় মানুষদের প্রয়োজনে আর্থিক সহযোগিতা করা, সামাজিক উন্নয়ন মূলক কাজ করা সহ এলাকার মানুষদের ভিতরে একতা ও ভ্রতৃত্ববোধ তৈরি করা লক্ষ্য এই কমিটি গঠন করা হয়।যুব কমিটির সভাপতি হয়েছেন মো আবু বকর সিদ্দিক (রিমন) ও সাধারণ সম্পাদক হয়েছেন মো শাহিন আলম। শুক্রবার (১০ ফেব্রুয়ারী) দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মোঃ সাহেব আলী, যুব ফাউন্ডেশনের সহ সভাপতি যুবায়ের ইসলাম, দেলোয়ার হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক, আসলাম হোসেন ও ওমর ফারুকসহ এলাকার সম্মানিয় ব্যক্তি বর্গ। যুব ফাউন্ডেশনের সহ-সভাপতি যুবায়ের ইসলাম বলেন আমরা মসজিদ মাদ্রাসার যাবতীয় উন্নয়ন মূলক কাজ করবো ও এলাকার গরীব অসহায় মানুষের কল্যানে কাজ করবো এটাই আমাদের উদ্দেশ্য। দোয়া মাহফিল পরিচলনা করেন হাফেজ মো দেলেয়ার হোসেন ও হারুনার রশিদ।