খুলনা দুদক কার্যালয়ে আগুন

২৩৩

দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা বিভাগীয় কার্যালয়ের ৩য় তলায় ৬টি কক্ষে আগুন লেগে ফাইল ও আসবাবপত্র পুড়ে গেছে। বৃহস্পতিবার (২ জুন) বিকেল পৌনে ৬টার দিকে ভবনের জানালা হতে ধোঁয়া বের হতে দেখে পাশ্ববর্তী দমকল বিভাগের দুটি ইউনিট ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

দুদকের ডিএডি কামরুজ্জামান জানান, ৫টায় অফিস ছুটি হওয়ায় বেশিরভাগ কর্মী অফিস ত্যাগ করে বাসায় চলে গিয়েছিল। হঠাৎ ৩য় তলায় শব্দ এবং পরে ধোঁয়া দেখে পাশেই দমকল বিভাগে খবর দেয়া হয়। দমকল বিভাগ দরজার তালা এবং জানালার কাচঁ ভেঙ্গে ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। দুদকের পরিচালক মন্জুর মোরশেদ এবং উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ দুজনই শিক্ষা সফরে দেশের বাইরে রয়েছেন।

- Advertisement -

আলমারিতে থাকা মূল্যবান ফাইলপত্র বিনষ্ট হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। দমকল বিভাগের আজিজুর রহমান জানান, ৬টি কক্ষের ফাইলপত্র সব পুড়ে গেছে। দমকল বিভাগ দ্রুত আসায় আগুন ছড়াতে পারেনি।

এই বিভাগের আরও সংবাদ