চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

যশােরের চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হাকিমপুর ইউনিয়নের তাহেরপুর গ্রামের মৃত আব্দুল কাদের মন্ডলের ছেলে শরিফুল ইসলাম (৪৩)। সােমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নিজ শয়ন কক্ষে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের বড় ভাইয়ের ছেলে নাজমুল আলম বলেন, চাচা শরিফুল ইসলাম এদিন সকালে মাঠে কাজে যান। প্রচন্ড গরমে দুপুরের আগইে কাজ ছেড়ে চলে আসেন বাড়িতে। এরপর তিনি বাসার টেবিল ফ্যানের সুইচ অন করে শুয়ে পড়েন। টেবিল ফ্যানটি আগে থেকেই বিদ্যুয়াতি ছিল। অসাবধনতা বশত ফ্যান তার শরীরের উপর এসে পড়লে তিনি মারাত্মক আহত হন। দ্রুত উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘােষনা করেন। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সােহাগ হােসেন বলেন, তিনি হাসপাতালে আসার আগেই মারা গেছেন।হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার ,রাত ১০:৪১
  • ১৬ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ১৬ রজব, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন