ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নিরাপত্তা কর্মী শামিম রেজা মাদক মামলার চার্জশিটভুক্ত আসামী!
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নিরাপত্তা কর্মী মো. শামিম রেজা মাদক মামলার চার্জশিটভুক্ত আসামী হওয়া সত্বেও বহাল তবিয়তে চাকুরি করে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৭ এপ্রিল সকাল ১০টায় সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে পাকা রাস্তার উপর দুজন মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি দেখে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করলেও সুমন গাজীকে পুলিশ ২২ পিচ ইয়াবাসহ আটক করে এবং অপর একজন ধুলিহর গ্রামের মোহাম্মদ আলী মন্ডলের ছেলে শামিম রেজা পালিয়ে যায়। পরবর্তীতে সুমন রেজার স্বীকারোক্তি মোতাবেক শামিম রেজাকে আটক করে। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।
স্থানীয়রা জানান, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নিরাপত্তা কর্মী শামিম রেজা ইয়াবা মামলার চার্জশিটভুক্ত আসামী। সে কিভাবে এই বিদ্যালয়ে চাকুরি করছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন তারা।
এব্যাপারে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নিরাপত্তা কর্মী মো. শামিম রেজা বলেন, আমার বিরুদ্ধে যে মামলাটি হয়েছিল তা মিথ্যা। ষড়যন্ত্রমূলকভাবে আমাকে ফাঁসানো হয়েছে। বর্তমানে আমি জামিনে রয়েছি, মামলাটি দ্রুত নিস্পত্তি হবে। জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার বলেন, আদালতে দোষী প্রমাণিত হলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো।