পদ্মা সেতুগামী বাস কাউন্টারে খুলনা বিআরটিএ’র অভিযান

বিআরটিএ'র খুলনা সার্কেলে এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলী তানভীর আহমেদ

৩০৬

শারমিন পারভীন: খুলনা থেকে পদ্মা সেতুর উপর দিয়ে গমনকারী বাসে সরকার নির্ধারিত নতুন ভাড়া আদায় নিশ্চিতকল্পে অভিযান চালাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বিআরটিএ’র খুলনা সার্কেল। তাদের সঙ্গে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি ও স্থানীয় প্রেস ও মিডিয়ার ব্যক্তিবর্গ রয়েছেন । রবিবার (২৬ জুন) সকাল থেকেই খুলনার সোনাডাঙ্গা, শিববাড়ি ও সাতরাস্তার বিভিন্ন বাস কাউন্টারে এ অভিযান শুরু হয়েছে। বিআরটিএ’র খুলনা সার্কেলে এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলী তানভীর আহমেদ এর সাথে মোটরযান ইন্সপেক্টর সাবরুজ্জামান দুলাল এর পাশাপাশি অভিযানে আছেন খুলনা বিভাগীয় মোটরবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি খান জাহিদ হোসেন। অভিযানকালে বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) বলেন, বিআরটিএ’র সম্মানিত চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার স্যারের নির্দেশনায় ও খুলনা বিভাগীয় পরিচালক প্রকৌশলী মাসুদ আলম স্যারের সার্বিক তত্বাবধানে খুলনা থেকে পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন রুটে গমনকারী বাস সমুহের পুন: নির্ধারিত বাসভাড়া যথাযথভাবে নিশ্চিতকল্পে খুলনা বিআরটিএ’র পক্ষ থেকে এ-ই বিশেষ অভিযান। আমরা যাত্রীদের কাছ থেকে ক্ষেত্র বিশেষ কম বা বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পাচ্ছি। এ জন্য খুলনার সকল বাস কাউন্টারে নতুন ভাড়ার চার্ট টানিয়ে দিচ্ছি ও নতুন ভাড়ার তালিকা অনুযায়ী ভাড়া নেবার নির্দেশনা দিচ্ছি। জনস্বার্থে বিআরটিএ’র এ-ই ধরনের অভিযান চলমান থাকবে।

এই বিভাগের আরও সংবাদ