সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে এক বৃদ্ধ নিহত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বাইগুনি এলাকায় এঘটনা ঘটে। নিহতের নাম মো. লালুমিয়া (৮০)। তিনি সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার বাইগুনি গ্রামের মুত আল আমিন দফাদারের ছেলে।
পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে লালু মিয়া সড়ক পার হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া যশোর গামী দ্রতগতির একটি ট্রাক পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বাইগুনি এলাকায় তাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সড়কের উপর পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।