বাংলা ভাষায় পুষ্পা গান

মুভিলাভারদের উত্তেজনার শুরুটা হয় পুষ্পা-২ এর টিজার মুক্তির পর থেকেই। বহুল আলোচিত সিনেমা পুষ্পা দ্য রাইজের দ্বিতীয় সিক্যুয়েল নিয়ে বিনোদনপ্রেমীদের উন্মাদনার যেন কমতি নেই। মাত্র ১ মিনিট ৮ সেকেন্ডের টিজারে তোলপাড় হয়ে যায় নেটদুনিয়া। সম্প্রতি পুষ্পা দ্য রুলের ‘পুষ্পা পুষ্পা’ শিরোনামের একটি গান মুক্তি পায়। মুক্তির পর গানটি নেটদুনিয়ায় ব্যাপক আলোড়ন ছড়ায়। এবার পুষ্পা দ্য রুলের দ্বিতীয় গান প্রকাশিত হয়েছে। তবে তেলেগু নয়, গানটির হিন্দি ও বাংলা ভার্সন মুক্তি পেয়েছে। ২৯ মে ‘টি-সিরিজ বাংলা’ ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পায় ‘আগুনের’ শিরোনামে গানটি। ‘আগুনের’ বা ‘দ্য কাপল সং’ শিরোনামে এ গানের কথা লিখেছেন কলকাতার শ্রীজাত ব্যানার্জি। মিউজিক করেছেন দেবী শ্রী প্রসাদ। গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল।

গানের ভিডিওটি মূলত শুটিংকালের দৃশ্য নিয়েই নির্মিত। মূল গানের ভিডিও চলচ্চিত্রে দেখা যাবে। এর আগে পুষ্পা’র ‘সামি’ গানটি সুপার হিট করেছিল দর্শকমহলে। গানটিতে আল্লু ও রাশ্মিকার ড্যান্স পারফরমেন্সও ছিলো অসাধারণ। এবার আবারও এই জুটিকে হুক স্টেপ দিতে দেখা যায় পুষ্পা ২ এর ‘আগুনের’ শিরোনাম গানটিতে। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘পুষ্পা : দ্য রাইজ’ রীতিমতো ঝড় তুলেছিল বক্স অফিসে। পুষ্পরাজের চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান আল্লু অর্জুন। সঙ্গে জাতীয় পুরস্কারও জিতে নিয়েছিলেন এই অভিনেতা। সামনে আবারও ফিরছে পুষ্পরাজ-শ্রীভল্লি জুটির অন স্ক্রিন রসায়ন। তিন বছর পর আগামী ১৫ আগস্ট বড় পর্দায় মুক্তি পাচ্ছে ‘পুষ্পা-২’। মুক্তির আরও আড়াই মাস থাকলেও সিনেমাটি নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে রয়েছে। সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২’-এ আল্লু অর্জুন ও রাশ্মিকা মান্দানা ছাড়াও আরও রয়েছেন সাই পল্লবী, প্রিয়ামণি, শ্রীতেজসহ অনেকে। সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ফাহাদ ফাসিল।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার ,রাত ৮:০৬
  • ৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন