খুলনা বিভাগের ১৮ রুটে ১লা জুন থেকে আহুত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা প্রশাসক খুলনার কার্যালয়ে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিআরটিএসহ সংশ্লিষ্টদের সাথে পরিবহন মালিক-শ্রমিকদের যৌথ বৈঠকের পর পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। বাংলাদেশ সড়ক পরিবহন খুলনা বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদ খুলনার ১৮ টি রুটে সড়ক মহাসড়কে নসিমন, করিমনসহ বিভিন্ন অবৈধ যানবাহন বন্ধের দাবিতে এ ধর্মঘটের ডাক দেন। প্রশাসন, পুলিশ বিভাগ, বিআরটিএসহ অন্যান্য সংশ্লিষ্টদের দ্রুততম কার্যকরী পদক্ষেপ গ্রহণ করায় ধন্যবাদ প্রদান এর পাশাপাশি বিভাগীয় মোটরবাস মালিক সমিতির কার্যকরী সভাপতি আবুল কালাম আজাদ কামাল ও খুলনা জেলা বাস মালিক সমিতির যুগ্ন সম্পাদক আনোয়ার হোসেন সোনা আহুত অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার এবং খুলনার অভ্যন্তরীণ ১৮ টি রুটে সকল ধরনের গাড়ী স্বাভাবিক চলাচলের ঘোষণা দেয়া হয়।