বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করব : এমপি রবি

আমি সাতক্ষীরা-২ আসনে টানা দুইবার আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছি। এবার যেহেতু নৌকা নেই, এজন্য আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছি। প্রতিদিনই নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের সাথে গণসংযোগ করছি। আশা করছি আমি বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করব বলে মন্তব্য করেছেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বৃহস্পতিবার সকালে নিজ বাসভবনে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সাথে একথা বলেন। এছাড়া তিনি তার নির্বাচনী এলাকা সাতক্ষীরা-২ আসনের ভোটারদের সাথে দেখা করছেন ও ঈগল মার্কায় ভোট চাইছেন। এমপি রবি বলেন, ‘ভোটারদের মধ্যে ভোট প্রদানের প্রচুর আগ্রহ তৈরী হচেছ। আশা করি ভোটের দিন প্রতিটি কেন্দ্রে ব্যাপক ভোটার উপস্থিতি হবে এবং এ আসনে নৌকা প্রতীক না থাকায় ঈগল প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার ,সন্ধ্যা ৬:৫৬
  • ৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  • ৫ রবিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন