শার্শা প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ’র চেয়ারম্যান মো. জিল্লুর রহমান চৌধুরী। আজ (৩ অক্টোবর) বেলা ১১ টার দিকে বেনাপোল স্থলবন্দরে পৌঁছলে বন্দরের পরিচালক (ট্রাফিক, অঃদাঃ) মো. আব্দুল জলিলসহ বন্দরের অন্যান্য কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বন্দর পরিদর্শন শেষে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ভবনে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা বাস্তবায়নে স্থলবন্দর কর্তৃপক্ষে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে বেনাপোল স্থলবন্দরের অংশীজনদের অংশ গ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক, অ:দা:) আব্দুল জলিল’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জিল্লুর রহমান চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ’র উপ সচিব (ট্রাফিক) আক্তার উন্নেছা শিউলি, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।