বেনাপোলে এক কোটি ৭২ লাখ টাকার কোকেন ও হেরোইন উদ্ধার

খুলনা-বেনাপোল কমিউটার এক্সপ্রেস ট্রেন তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ২ কেজি ৭৬০ গ্রাম কোকেন এবং ১ কেজি ৬৯২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি সদস্যরা। রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল রেল স্টেশনে খুলনা-বেনাপোল কমিউটার ট্রেন তল্লাশি করে এই হেরোইন ও কোকেনের চালান আটক উদ্ধার করেছে বিজিবি। কোকেন এবং হেরোইন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর বিজিবি ব্যাটালিয়নে অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

যশোর বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় খুলনা-বেনাপোল রুটে চালাচালরত কমিউটার এক্সপ্রেস ট্রেনে করে বিপুল পরিমাণ মাদকের একটি চালান যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ট্রেনটিতে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। উক্ত তল্লাশি অভিযান পরিচালনার সময় ট্রেনের ভেতর সন্দেহভাজন ১টি ব্যাগ তল্লাশি করে ব্যাগের মধ্যে হতে এক কোটি ৭১ লাখ ৮৪ হাজার টাকার ২ কেজি ৭৬০ গ্রাম কোকেন এবং ১ কেজি ৬৯২ গ্রাম ওজনের হেরোইন ও কোকেন (মাদকদ্রব্য) উদ্ধার করতে সক্ষম হয়। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, উদ্ধারকৃত মাদকের চালান ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,সকাল ৬:৪০
  • ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন