যখন সাকিবকে দরকার তখন আমরা পাই না: বিসিবি সভাপতি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চায় সব ফরম্যাটেই খেলুক সাকিব আল হাসান। কিন্তু তাকে পাওয়া যায় না। ব্যাপারটি নিয়ে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির সভাপতি নাজমুল হাসান পাপনের কন্ঠে আক্ষেপ ঝরল আরও একবার। বুধবার জাতীয় ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পাপন জানান, যখন দরকার হয় তখন সাকিবকে পায় না দল।
জাতীয় ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাকিবের ব্যাপারে নাজমুল হাসান পাপন বলেন, ‘সাকিব না থাকায় আমাদের এখন একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলতে হবে অথবা একজন বোলার কম নিয়ে খেলতে হবে। এটা একটা সমস্যা বাট এখানে কিছু বলার নেই, কিছু করার নেই। আমাদের কপাল খারাপ যে ওকে আমরা পাচ্ছি না। আমাদের যখন দরকার হয় তখন আমরা তাকে পাই না। এখন একমাত্র আমরা প্রত্যাশা করতে পারি যে সে সুস্থ হোক।’ বিসিবি সভাপতি আরও বলেছেন ‘এটা আমাদের কপাল খারাপ। আমরা এখন দোয়া করছি সাকিব যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। কালকে আমার সঙ্গে কথা হয়েছে, বলেছে ও এখন ভালো। ওর না থাকাটা তো অবশ্যই দলের জন্য বড় একটা ধাক্কা। এই কারণে যে শ্রীলঙ্কা অনেক শক্তিশালী দল। আর টেস্টে তো আমরা অনেক দুর্বল আছি। তো সে কারণে এটা একটা বিরাট সুযোগ ছিল আমাদের, এবং এখনো আছে। তো দেখা যাক সাকিবের জায়গায় যে আসবে সে নিজেকে প্রমাণ করতে পারবে এটাই আমরা আশা করছি।’
সম্প্রতি ফর্মের তুঙ্গে রয়েছেন তাসকিন আহমেদ। কিন্তু চোটের কারণে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজে তাকে পাচ্ছে না বাংলাদেশ দল। এদিকে করোনায় আক্রান্ত হয়ে সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন সাকিব। যে কারণে টাইগারদের বোলিং বিভাগে কমে গেছে শক্তি। তবে এ ব্যাপারটি নিয়ে একবারেই ভাবছেন না পাপন, ‘পেস বিভাগে আমাদের যদি জিজ্ঞেস করেন, অবশ্যই তাসকিন থাকলে সে খেলতো, আর শরিফুল। এখন তাসকিন নেই। শুনেছি শরিফুল ফিট, চাইলেই খেলতে পারবে। আমদের অন্যান্য পেসার যারা দেখেছি, এবাদত, খালেদ ওরাও কিন্তু ভালো খেলছে। কাজেই পেস বিভাগ নিয়ে নিশ্চিত নাই যে একেবারেই আমাদের ভালো কোনো পেসার নেই তা না। তাদের প্রত্যেকেরই প্রতিভা আছে।’
আগামী ১৫ মে চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যেকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরইমধ্যে বাংলাদেশ দল পৌঁছে গেছে বন্দর নগরীতে। সেখানে আপাতত নিজেদের প্রস্তুত করছেন মুমিনুলরা। বুধবারই তাদের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল সাকিবের। কিন্তু মঙ্গলবার বিসিবির চিকিৎসক জানান করোনায় আক্রান্ত হয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন সাকিব। স্বাভাবিকভাবেই ভক্তদের মন খারাপ। সবকিছু ঠিক থাকলে লঙ্কানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলবেন সাকিব।