যশোর: যশোর জেলার অভয়নগর উপজেলার ৩নং চলিশীয়া ইউনিয়নের চলিশীয়া, বাগদাহ,কোটাসহ পাশ্ববর্তী কয়েকটি গ্রামে বেড়ে গেছে ছাগল চুরি। গোয়াল ঘরে ছাগল জবাই করে ভুড়ি, চামড়া রেখে মাংস নিয়ে যাচ্ছে। এ ঘটনা প্রায় ৪/৫ মাস ধরে মাঝে মধ্যে ঘটে চললেও চোরেরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। প্রশাসন শুধু বলে চোর ধরার চেষ্টা চলছে কিন্তু কেউ এখনো ধরা পড়েনি।গরীবের সম্পদ ছাগল রাতের আঁধারে চুরি হচ্ছে। ঘটনার পর পুলিশ এসে তথ্য সংগ্রহ করে নিয়ে যাচ্ছে এবং এ পর্যন্তই শেষ হচ্ছে তাদের কার্যক্রম। কিন্তু মাঝে পড়ে নি:স্ব হচ্ছে গ্রামের হতদরিদ্র গরীব মানুষগুলো। বিষয়টি যশোর পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।