শার্শায় অস্ত্র গুলি ও হ‍্যান্ডকাপসহ সন্ত্রাসী মনিরুল গ্রেপ্তার

যশোর

শার্শা প্রতিনিধি: যশোরের শার্শায় আগ্নেয়াস্ত্র, গুলি ও হ্যান্ডকাপসহ মনিরুল ইসলাম(৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ। যশোর ডিবি সূত্রে জানা গেছে, গোপণ সংবাদ পেয়ে শনিবার (৭ অক্টোবর) মধ্য রাতে যশোর জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক রইচ আহমেদ, সহকারি উপ-পরিদর্শক ইমদাদুল হকদ্বয়ের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে। তথ্য মোতাবেক ঐ থানাধীন জামতলা টু বালুন্ডাগামী পাকা রাস্তায় টেংরা সাকিনস্থ মাকলার বিল চৌরাস্তার মোড় জামে মসজিদের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর হতে মনিরুল ইসলামকে ১টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ১জোড়া হ্যান্ডকাপসহ গ্রেপ্তার করা হয়। মনিরুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর গ্রামের আফতাব সরদার ছেলে।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রূপন কুমার সরকার এর সত্যতা স্বীকার করে বলেন, “জেলার অপরাধ দমনে ডিবি পুলিশ সর্বদা কাজ করে চলেছে। যেখানেই ঘটনা ঘটুক, আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে অপরাধীদের শনাক্ত করে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করি। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে, অস্ত্র কারবারিরা যে দলেরই হোক না কেন, আমাদের ডিবি পুলিশের প্রতিটি টিম আইনগত প্রক্রিয়ায় তাদের গ্রেপ্তার করতে তৎপর রয়েছে। যার ফলশ্রুতিতে যশোরের ডিবি পুলিশ অস্ত্রধারী সন্ত্রাসী মনিরুল কে অস্ত্র সহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে”।আসামী মনিরুল এর বিরুদ্ধে অস্ত্র আইনে উদ্ধারকৃত আলামত সহ মামলা করে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) মোহাম্মদ আব্দুল হামিদ জানান, মনিরুল ইসলাম এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত। আরেকটি মামলায় জামিনে থাকা অবস্থায় আবারও অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

ফেসবুক পেজ এ সব খবর

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার ,দুপুর ১:১৬
  • ৭ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২২ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  • ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন



আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বাংলা বাংলা English English