নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় চড়ক পূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) রাতে সদরের ধুলিহর ইউনিয়নের নাথপাড়া শ্রী শ্রী শিব মন্দির প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান বাবু।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান বাবু বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান- সবাই মিলেমিশে একাকার। আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই একসঙ্গে চলি, একসঙ্গে খাই, একসঙ্গে উৎসব পালন করি। আমি সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে সদর উপজেলার সকল ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ আধুনিকায়ন করা হবে, এটাই আমার অঙ্গীকার।
ধুলিহর নাথপাড়া শ্রী শ্রী শিব মন্দির কমিটির সভাপতি তারক দেবনাথের সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক ও জেলা সেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব কমল বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল হোসেন, জেলা জাতীয় তরুণ পার্টির সভাপতি আবু ইয়াসিন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, মন্দির কমিটির সাধারণ সম্পাদক জয়দেব দেবনাথ প্রমুখ।