কদমতলা বাজার কমিটির আলোচনা সভা

কদমতলা বাজার কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় কদমতলা বাজার পট্টিতে কদমতলা বাজার এডহক কমিটির সভাপতি মো. আব্দুস সবুর এর সভাপতিত্বে নির্বাচন সংক্রান্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন এডভোকেট আকবর আলী, কদমতলা বাজার এডহক কমিটির সদস্য ব্যবসায়ী আইয়ুব আলী, বিশিষ্ট ব্যবসায়ী নুর ইসলাম, মিজানুর রহমান, পাট ব্যবসায়ী মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যবসায়ী আশরাফুল ইসলাম, ডা. হাসান সিদ্দিকি লাভু,ব্যবসায়ী হাসান প্রমুখ। কদমতলা বাজার কমিটি গঠনকল্পে অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার লক্ষ্যে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট আকবর আলীকে প্রধান নির্বাচন কমিশনার, এডভোকেট রেজাউল ইসলাম ও নজরুল ইসলাম ঢালীকে সহকারি নির্বাচন কমিশনার করে নির্বাচন কমিশন গঠন করা হয়। এ সময় কদমতলা বাজার এডহক কমিটির সদস্য ও বাজার কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আগামী ২৩ নভেম্বর কদমতলা বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,সকাল ৭:৪০
  • ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন