সাতক্ষীরায় থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় যৌথ বাহিনীর সদস্যরা এক অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সাতক্ষীরা সেনা ক্যাম্প থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের কুচপুকুর গ্রামের শাজাহান আলীর ছেলে মুকুল হোসেন ও একই এলাকার নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম।

সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে শহরের অদূরে কুচপুকুর এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে শাজাহান আলীর ছেলে অস্ত্র ব্যবসায়ী মুকুল হোসেনকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী একই এলাকায় নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন, তিনটি পাসপোর্ট, এক লাখ ইরাকি দিনার ও দুই লাখ দুই হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে একটি আন্তর্জাতিক মানের ড্রাইভিং লাইসেন্সও জব্দ করা হয়েছে।

দুই অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় ভাঙচুর, লুটপাট, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত অস্ত্রটি সদর থানায় জমা রাখা একজন পাবলিকের অস্ত্র। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,সকাল ৮:২১
  • ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন