ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার উপকুলীয় উপজেলা শ্যামনগরর জরাজীর্ণ বেঁড়িবাধ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয় সচিব নাজমুল আহসান। শনিবার দুপুরে শ্যামনগর উপজেলার গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালী পরিদর্শন করেন। এর আগে তিনি খুলনা জেলার কয়রা উপজেলার ক্ষতিগ্রস্ত বেড়িবাধ ঘুরে ঘুরে দেখেন।পানি সম্পদ মন্ত্রণালয় সচিব নাজমুল আহসান বলেন, আয়লার পরবর্তী সময়ে যে কোন প্রাকৃতিক দূর্যোগে সাতক্ষীরা বেড়িবাধ ভেঙ্গে প্লাবিত হয়েছে। বহু ক্ষতি হয়েছে উপকুল তথা সাতক্ষীরাবাসির।এবারই প্রথম ঘূর্ণিঝড় রেমাল দূর্ঘক্ষন স্থায়ী হওয়ার পরও স্থানীয় জনগন ও কর্মকর্তাদের প্রচেষ্টায় সাতক্ষীরা কোন বেড়িবাধ ভেঙ্গে প্লাবিত হয়নি। জল্বোচ্ছাসের আাঘাতে ক্ষতিগ্রস্ত বেঁড়িবাধ দ্রুত সংস্কারের উদ্যোগ নেয়ার পাশাপাশি বেঁড়িবাধের পাশে বন বিভাগের মাধ্যমে বনায়ন কর্মসুচির প্রকল্প হাতে নেয়া হবে বলে সাংবাদিকেদের জানান। এছাড়া মেগা প্রকল্পের ফান্ড জটিলতা নিরসনসহ সাতক্ষীরায় এনডিআর প্রকল্পের বরাদ্দ দ্বিগুন করার আশ^াস দেন সচিব।এসময় সাথে ছিলেন, খুলনা পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী বিদুৎ কুমার সাহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবিবুর রহমান, সাতক্ষীরা পানিউন্নয় বোর্ড বিভাগ—১ এর নির্বাহী প্রকৌশলী সালাউদ্দিন, বিভাগ—২ এর নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম, উপ—বিভাগীয় প্রকৌশলী মোঃ ইমরান সরদার, উপ—বিভাগীয় প্রকৌশলী রাশিদুল ইসলাম প্রমূখ।
©খুলনার সময় ২০২৩ | এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, ভিডিও সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত