স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি সাতক্ষীরায় যাচ্ছেন। আজ শনিবার বেলা ১২টায় স্বরাষ্ট্রমন্ত্রনালয় থেকে সড়কপথে ঢাকা তেজগাঁও বিমানবন্দর পৌছাবেন। পরে হেলিকপ্টারে যাত্রা করে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পৌছাবেন। এসময় সাতক্ষীরার পুলিশ লাইন্সে নব-নির্মিত ইনডোর প্লে-গ্রাউন্ড উদ্বোধন ও সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সভা শেষে বিকাল ৩টায় হেলিকপ্টারে নলতার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং নলতায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। সভা শেষে হেলিকপ্টারে ঢাকা উদ্দেশ্যে যাত্রা করবেন। মন্ত্রীর একান্ত সচিব মো: আলমগীর হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।
©খুলনার সময় ২০২৩ | এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, ভিডিও সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত