স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কুইজ প্রতিযোগিতায় প্রকৌশলী তানভীর আহমেদ’র পুরস্কার গ্রহণ
স্টাফ রিপোর্টার: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ‘কারাগারে রোজনামচা’ ও ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই দুটির উপর আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে পুরস্কার গ্রহণ করছেন বিআরটিএ খুলনা সার্কেল এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলী তানভীর আহমেদ। বৃহস্পতিবার (২৩ জুন ২০২২) সকাল ১১ টায় রাজধানীর বনানীস্থ বিআরটিএ’র সদর কার্যালয়ে বিআরটিএ’র চেয়াররম্যান ও অতিরিক্ত সচিব নুর মোহাম্মদ মজুমদার’র নিকট থেকে এ পুরস্কার গ্রহণ করেন তিনি। এর আগে ১৯ জুন ২০২১ তারিখে বিআরটিএর সকল পর্যায়ের কর্মকর্তার মাঝে জাতির পিতার রচিত বই দুটি থেকে কুইজ প্রতিযোগিতায় তিনি ৫ম স্থান অধিকার করেন। জাতির পিতার আদর্শ ও জীবনযাত্রার বিভিন্ন ঘটনা প্রবাহ ও সার্বিক জীবন বৃত্তান্ত নিয়ে আয়োজিত এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করে বিআরটিএ। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও জাতির পিতার আদর্শের ধারক খুলনার আপামর জনগণ বিআরটিএ’র খুলনা সার্কেল এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলী তানভীর আহমেদকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন এবং এ ধরনের মহৎ উদ্যোগ গ্রহণের জন্য বিআরটিএ’র চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব নুর মোহাম্মদ মজুমদারকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন।