সড়ক নিরাপত্তামূলক সচেতনতা সৃষ্টির লক্ষে খুলনায় রোড শো

৭০

স্টাফ রিপোর্টার: ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্য সামনে রেখে সড়কে চলাচলরত গাড়ির মালিক, চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সড়ক নিরাপত্তামূলক সচেতনতা সৃষ্টির লক্ষে রোড শো আয়োজন করা হয়। সোমবার (১৩ ফেব্রুয়ারী ২০২৩) সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত কেএমপি, খুলনা ও বিআরটিএ, খুলনার যৌথ আয়োজনে খুলনাস্থ শিববাড়ি মোড় বাস কাউন্টার ও স্টান্ড এলাকায় ঘরেফেরা/ ঘরমুখো মানুষদের সচেতনতা বৃদ্ধি করতে এ রোড শো’র আয়োজন করা হয়। বিআরটিএ খুলনার পরিচালক প্রকৌশলী মাসুদ আলম ও ডিসি ট্রাফিক, কেএমপি মুনিরা সুলতানা রোড শো’র উদ্বোধন করেন। এরপর যাত্রী, পথচারী ও চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সকলের উদ্দেশ্যে সচেতনতামূলক বানী মাইকিং সঞ্চালনা করেন বিআরটিএ খুলনা এর সহকারী পরিচালক (ইঞ্জি.) প্রকৌশলী তানভীর আহমেদ। রোড শো তে জনগণের ব্যপক সাড়া পরিলক্ষিত হয়েছে। স্থানীয় মানুষ ও প্রেস মিডিয়া ব্যক্তিবর্গ সাধারণ জনগণ এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ