সাতক্ষীরায় জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বালিকাদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১২৮
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বালিকাদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ মার্চ) সকালে সাতক্ষীরা নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার। উদ্বোধন হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান।

- Advertisement -

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সাতক্ষীরা নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী প্রমুখসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও সংবাদ