বিশ্ব ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের হাপুরে অন্তঃসত্ত্বা এক তরুণীকে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দেশটির পুলিশ গতকাল শুক্রবার জানিয়েছে, ওই তরুণীর মা ও ভাই তার শরীরে আগুন দেন। খবর এনডিটিভির। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিয়ের আগেই অন্ত:সত্ত্বা হন ভুক্তভোগী তরুণী। এনিয়ে তার পরিবার অনেক ক্ষিপ্ত ছিলেন। তারা তরুণীর কাছে গর্ভের সন্তানের বাবার পরিচয় জানতে চায়। তবে তরুণী এ নিয়ে কোনো কিছু বলেনি। এরপরেই ২১ বছর বয়সী ওই তরুণীর মা ও ভাই তাকে এক বনে নিয়ে যায় এবং তার শরীরে আগুন দেয়। ওই বনে থাকা কয়েকজন কৃষক তরুণীর চিৎকার শুনে তাকে বাঁচাতে আসেন। ততক্ষণে তরুণীর শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। তারাই তরুণীকে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। বর্তমানে ওই তরুণীকে মেরুতে দেশটির সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক। ইতোমধ্যে তরুণীর মা ও ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। জেলে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।