আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা রবিকে আমরা ঈগল প্রতীকে ভোট দেবো- হিন্দু বৈদ্ধ্য খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ

খুলনার সময়: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে স্বতন্ত্র সংসদ সংসদ সদস্য প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নৌ-কমান্ডো ০০০১বীর বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যৌথ আয়োজনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি বিশ্বনাথ ঘোষের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য ঈগল পাখি প্রতীকের স্বতন্ত্র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এমপি রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু একজন অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন। তারই সুযোগ্য কন্যা নিরলস পরিশ্রম করে বাংলাদেশকে বিশে^র দরবারে একটি উন্নয়নশীল দেশের কাতারে পৌছে দিয়েছেন। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পঞ্চম বারের মতো জননেত্রী শেখ হাসিনাকে দেশের প্রধানমন্ত্রী করতে হবে। অনেক মিথ্যাচার হবে, তবে সবাইকে সতর্ক থেকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আগামী ৭ জানুয়ারি তার ঈগল প্রতীকে সকলকে ভোট দেওয়ার আহবান জানান।”
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন জেলা মন্দির সমিতির সভাপতি এ্যাড. সোমনাথ ব্যানার্জি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ প্রেসিডিয়াম সদস্য সুধাংশূ শেখর সরকার, জেলা মন্দির সমিতির উপদেষ্টা সাবেক অধ্যক্ষ সুকুমার দাস, জয়মহাপ্রভু সেবক সংঘের সনাতন দাশ, জেলা মন্দির সমিতির সেক্রেটারি নিত্যানন্দ আমিন, জয়মহাপ্রভু সেবক সংঘের জিতেন্দ্রনাথ ঘোষ, ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও সাতক্ষীরা জেলা জাসদের সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-এ-ইলাহী, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎন্সা আরা, অধ্যক্ষ শিবপদ গাইন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা মন্দির সমিতির অসীম কুমার দাশ সোনা, অডিটর বলাই দে, বিকাশ চন্দ্র দাস, অমরেন্দ্রনাথ ঘোষ, যুব নেতা মীর মহিতুল আলম, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা রানী দাস, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, এমপি রবি একজন বীর মুক্তিযোদ্ধা, অসাম্প্রদায়িক চেতনার মানুষ ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। সাতক্ষীরায় নৌকা নেই। বীর মুক্তিযোদ্ধা এমপি রবি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তার প্রতীক ঈগল পাখি। আমরা যে সংখ্যালঘু এমপি রবি কখনো তা বুঝতে দেয়নি। তিনি বিগত ১০ বছরে আমাদের বিপদে-আপদে সুখে দু:খে আমাদের পাশে থেকেছেন। আমাদের অবস্থান স্পষ্ট যে আমরা ঈগল প্রতীকে ভোট দিয়ে আবারো তাকে এমপি করে মহান জাতীয় সংসদে পাঠাতে চায়। আমাদের এই মতবিনিময় সভা বন্ধ করতে অনেকে হুমকি-ধামকি দিয়েছে। আমরা আরো স্পষ্ট করে জানাতে চাই। আমরা কারো হুমকি-ধামকিতে ভয় পাই না। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সকল সদস্যরা আমাদের প্রাণপ্রিয় নেতাকে ঈগল পাখি প্রতীকে ভোট দিয়ে ভোট বিপ্লব ঘটিয়ে হুমকির সমূচিন জবাব দেবো।” এসময় সদরের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার হিন্দু ধর্মীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,সকাল ১০:৪৮
  • ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২১ মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন