ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার আগরদাঁড়ী ইউনিয়নের কাশেমপুর এলাকায় ৮ দলীয় গাদন খেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় কাশেমপুর যুব সংঘের আয়োজনে আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসন থেকে বারবার নির্বাচিত সাংসদ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে। মননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা আমার ভোট আমি দিবো যাবে খুশি তাকে দিব। প্রার্থীদের উন্মুক্ত করে দিয়েছেন। ভোটারদেরকে বলছি তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের জন্য। আমি ১০ বছর এমপি ছিলাম। আমি যদি ভালো কাজ করে থাকি তবে আমাকে ভোট দিবেন। তিনি আরো বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচন ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য থাকাকালীন আমি জনগণের জন্য কাজ করেছি। জনগণের চাকর হয়ে কাজ করেছি। তিনি তার অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করতে ঈগল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।”