আদালতে পাঠাগার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা

আদালতে পানি

সাতক্ষীরা আদালতে বিচার প্রার্থী, দর্শনার্থীসহ আদালতের সাথে সংশ্লিষ্টরা এবার পাঠাগারের সুবিধা ভোগ করছেন। বিশ্রামাগার, বিশুদ্ধপানীয় জল, ক্যান্টিনসহ বহুবিধ সুবিধার সাথে পাঠাগার স্থাপন দৃশ্যত জ্ঞানকে সমৃদ্ধ করবে, আলোকিত করছে বিচার অঙ্গনকে। দীর্ঘ সময় আদালতে অপেক্ষার প্রহর কাটবে, অজানাকে জানতে সহযোগিতা করবে। মঙ্গলবার  (১৯ সেপ্টেম্বর) ল্যান্ডসার্ভে ট্রাইবুন্যাল সংলগ্ন বারান্দায় স্থাপিত লাইব্রেরী উদ্বোধন করেন সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী, সাতক্ষীরার বিচারঙ্গনকে আলোকিত করার অন্যতম পাথেয় একের পর এবং উন্নয়নের পথিকৃত বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এসময় বিশুদ্ধ পানীয় জল ব্যবস্থাপনারও উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন, আদালত প্রাঙ্গণে মিনি লাইব্রেরী স্থাপন এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা কেবলমাত্র ব্যতিক্রমধর্মী উদ্যোগ নয়, সৃষ্টিশীল কর্মযজ্ঞও বটে। আদালতে আসা বিচারপ্রার্থীরা সময় ক্ষেপন না করে বা অলস সময় না কাটিয়ে বই পড়ে জ্ঞান অর্জন করতে পারবে। তিনি আরো বলেন, বিচার প্রার্থী মানুষ বই পড়ে এবং পানি পান করে নিশ্চই উপকৃত হবে আর এখানেই আমাদের এই উদ্যোগ সফল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ এমজি আযম, ল্যান্ডসার্ভে ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক যুগ্ম জেলা জজ মো. জাহিদুল আলম, বিজ্ঞ পিপি এড. আব্দুল লতিফ, বিজ্ঞ জিপি এড. শম্ভু নাথ সিংহসহ বিচারকবৃন্দ ও আদালতের কর্মচারী ও কর্মকর্তারা।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার ,দুপুর ২:৫৫
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  • ১৪ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন