নিজস্ব প্রতিবেদক: ‘নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ’ স্লোগানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ প্রচারাভিযান পক্ষ-২০২৩ উদযাপন করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে শহরের ইটাগাছা পুর্বপাড়ায় ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক কুইজ, বালিশ বদল এবং বাস্কেটবল খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর ফিল্ড কোওর্ডিনেটর ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন (কালু)। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রোগ্রাম অর্গানাইজার সবুজ দাশ, অসীম ঘোষ, আকাশ মণ্ডলসহ ইটাগাছা পূর্বপাড়া সিডিওর সদস্যবৃন্দ, ইয়ুথ গ্রুপের সদস্য, সাংবাদিকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ব্র্যাকের প্রোগ্রাম অর্গানাইজার রাশিদুল হাসান।