দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা ২ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীকের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে সদরের বৈকারী ইউনিয়ন পরিষদের আয়োজনে কাথন্ডা বাজারে সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ইশারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী পথসভা তৃর্ণমুল নেতাকর্মী ও সমর্থকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। নির্বাচনী এ সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি বলেন, আমি গত ১০ বছর ধরে অবহেলিত এই সাতক্ষীরা জনপদকে উন্নত এবং আওয়ামী লীগের ঘাঁটি করেছি। আমার দলের কিছু মানুষ হিংসার বশবর্তী হয়ে সাতক্ষীরাকে জাতীয় পার্টির ঘাঁটি বানাতে চাইছে। ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে নিরলস পরিশ্রম করে উন্নয়ন করেছি। আমি ১০ বছর চাষ করলাম আর অন্য লোক এসে ফসল কেটে নিয়ে যাবে, এটা হতে পারে না। সাতক্ষীরা সদর আসনে ঈগল প্রতীকের নিশ্চিত বিজয় দেখে হিংসার বশবর্তী হয়ে আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে। ওই অতি উৎসাহী লাঙ্গল সমর্থিত দালালরা আমার বিজয় ঠেকাতে চরম মিথ্যাচার করছে। ভোটকেন্দ্রে গিয়ে ঈগল প্রতীকে ভোট দিতে হবে। এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক সভাপতি মো. আব্দুল মান্নান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, সাতক্ষীরা জেলা কৃষক লীগের আহবায়ক ছাইফুল করিম সাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ ফজলুর রহমান, বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল, সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন অনু, বৈকারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল জলিল প্রমুখ।
নির্বাচনী পথসভায় ঈগল প্রতীক নিয়ে জারীগান পরিবেশন করেন আকতার বয়াতী। এসময় দলীয় নেতাকর্মী, সমর্থক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসিবুল হোসেন শহিদ।