আশাশুনিতে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু

পানিতে ডুবে এক যুবকের মৃত্যু

সাতক্ষীরার আশাশুনিতে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আশাশুনি উপজেলা সদরের সরকারী হাইস্কুল সংলগ্ন পুকুরে এঘটনা ঘটে। নিহত রমজান আলী (২২) আশাশুনি সদর ইউনিয়নের আশাশুনি গ্রামের আব্বাস গাজীর ছেলে। পারিবার সূত্রে জানা যায়, রমজান আলী সোমবার দুপুরে আশাশুনি উপজেলা সদরের সরকারি হাইস্কুল সংলগ পুকুরে গোসল করতে যায়। বেলা ২টার দিকে পুকুরের অপর প্রান্তের অবস্থিত আশাশুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের খবর দেয়। এসময় রমজান আলীকে দ্রুত পুকুর থেকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষনা করেন। আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিসক তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • রবিবার ,সকাল ৬:২৬
  • ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  • ৫ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন