ইটাগাছা পুর্বপাড়া মহিলা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইটাগাছা পুর্বপাড়া (সিডিও) মহিলা সমবায় সমিতি লি. এর বার্ষিক সাধারণ সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) বিকালে ইটাগাছা পুর্বপাড়ায় পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) কাজী ফিরোজ হাসান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, নূরজাহান বেগম নূরী, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ইটাগাছা পুর্বপাড়া (সিডিও) মহিলা সমবায় সমিতির সভাপতি রহিমা বেগম, সাধারণ সম্পাদক মায়া রাণী, কোষাধ্যক্ষ রেশমা খাতুন, ইয়ুথ গ্রুপের সদস্য পৃথা, শিপ্রা, সুরাইয়াসহ সমিতির সদস্যবৃন্দ ও সুধীজন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • রবিবার ,রাত ৪:২২
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন