ইতিহাসে প্রতিদিন

আজ (শনিবার) ০২ মার্চ, ২০২৪। ০৬৮০ – মহনবী সা: এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন আ: এর শাহাদাতের পর তার সন্তান সন্ততিসহ অন্যান্যের বন্দী অবস্থায় কুফায় প্রেরণ করা হয়। ১৪৯৮ – ভাস্কো দা গামা মোজাম্বিক দ্বীপপুঞ্জ পরিভ্রমণ করেন। ১৫২৫ – হাঙ্গেরীর রাজধানী বুদাপেস্ট ওসমানীয় সেনারা দখল করে নেয়। ১৮০১ – স্পেন ও পর্তুগালের মধ্যে ‘কমলন যুদ্ধ শুরু। ১৮৯৬ – ফরাসী পদার্থ বিজ্ঞানী এন্টনী হেনরী বেকুইরেল প্রাকৃতিক তেজসক্রিয়তার বিষয়টি আবিষ্কার করেন। ১৯১৭ – পুয়ের্তো রিকো মার্কিন অধিকৃত অঞ্চলে পরিণত হয়। ১৯১৭ – পুয়ের্তোরিকো মার্কিন উপনিবেশে পরিণত হয়। ১৯১৯ – মস্কোয় তৃতীয় কমিউনিস্ট আন্তর্জাতিকের প্রথম কংগ্রেস শুরু। ১৯২২ – কাজী নজরুল ইসলামের বই ‘ব্যথার দান’ প্রকাশিত। ১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ম্যানিলা দখল করে। ১৯৪৪ – নেপলসে ট্রেন দুর্ঘটায় ৫২১ জনের মৃত্যু। ১৯৪৫ – আরব লীগের প্রতিষ্ঠা। ১৯৪৫ – আরব লীগ প্রতিষ্ঠা। ১৯৪৮ – ভাস্কো দা গামা মোজাম্বিকে উপনীত হন। ১৯৪৮ – সরবদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত। ১৯৫২ – ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বিহারের (বর্তমানে ঝাড়খণ্ডের সিনধ্রিতে সার কারখানার উদ্বোধন করেন। ১৯৫৬ – মরক্কো ফ্রানসের কাছ থেকে স্বাধীনতা ফিরে পায়। ১৯৫৭ – আওয়ামী লীগ কার্যকরী কমিটির সভায় স্বায়ত্তশাসনের প্রস্তাব উত্থাপনে গড়িমসি করাই মওলানা ভাসানীর সমালোচনা। ১৯৭১ – স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন। ১৯৭১ – শেখ মুজিবের সাধারণ ধর্মঘটের আহ্বান। ৩ মার্চ জাতীয় শোক দিবস। ১৯৭১ – ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ছাত্র সমাবেশে প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন। ১৯৭১ – ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনে ছাত্র সভায় প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন। পতাকা শিবনারায়ণ দাশ কর্তৃক পরিকল্পিত ও অঙ্কিত। ঢাকায় কারফিউ ভঙ্গ করে বিক্ষোভ। বহু হতাহত। ১৯৭২ – বাংলাদেশকে স্বীকৃতি দেয় গাম্বিয়া। ১৯৭২ – বাংলাদেশকে গাম্বিয়ার স্বীকৃতি দান। ১৯৭২ – বাংলাদেশকে গাম্বিয়ার স্বীকৃতি দান। ১৯৭২ – মুজিব-ব্রেজনেভ বৈঠক। অর্থনৈতিক চুক্তি স্বাক্ষরিত। ১৯৭৩ – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনে জয়ী হয়। ১৯৭৪ – প্রধানমন্ত্রী চট্টগ্রামস্থ অস্তিত্বহীন ৭৮টি হ্যান্ডলুম ফযাক্টরির বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ ও বাংলাদেশ ক্ষুদ্র শিল্প কর্পোরেশনের ৪জন কর্মচারীকে বরখাস্তের নির্দেশ দেন। ১৯৭৪ – ডাচ সরকার বাংলাদেশ, পাকিস্তান ও ভারতকে ২০ ভাগ বেশি অর্থনৈতিক সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেছে। ১৯৭৫ – পুলিশের গুলিতে রাঙ্গামাটিতে ৩ জন নিহত। কুষ্টিয়া-৪ আসনের উপনির্বাচনে প্রতিদ্বনদ্বিতার জন্য ৩ জন বাকশাল সদস্যকে মনোনয়ন। ১৯৭৬ – সংবাদপত্রসেবীদের জন্য অন্তরবর্তী ভাতা ঘোষণা। ১৯৭৮ – টি অ্যান্ড টি বোর্ডের কর্মবিরতি। ১৯৭৯ – সিনিয়র পলিসি পুল গঠন। ১৯৮০ – রাজশাহীতে উদ্বোধনী বিজ্ঞান সম্মেলন পণ্ড। ১৯৮২ – জাতীয় সংসদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্যে মুলতবি। ১৯৮৫ – আরব লীগ প্রতিষ্ঠিত হয়। ১৯৮৫ – সংসদ নির্বাচনের কর্মসূচি বাতিল।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার ,বিকাল ৫:৫৭
  • ৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  • ৫ রবিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন