ইনশাল্লাহ আমরা দ্রুতই সিন্ডিকেট ভেঙ্গে দেবো : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী

খুলনার সময়: কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ জানিয়েছে, সিন্ডিকেট ভাঙ্গার ব্যাপারে কোনো ভয় নেই, ইনশাল্লাহ আমরা দ্রুতই সিন্ডিকেট ভেঙ্গে দেবো। এখন ভয় পাবে মজুতদাররা, যারা মজুতদারী করে তাদেরকে রোধ করতে হবে। মজুতদারী ধর্মেও হারাম। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে কৃষিমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক গণসংবর্ধনায় এসব কথা বলেন তিনি। গণসংবর্ধনায় কৃষিমন্ত্রী আরও বলেন, কৃষকের উন্নয়ন ছাড়া দেশের ভাগ্যের পরিবর্তন হবে না। উৎপাদন বৃদ্ধির জন্য ভালো বীজ ও ভালো উপকরণের প্রয়োজন। এখন উপকরণের অভাব নেই। উৎপাদন বৃদ্ধির স্বার্থে প্রয়োজনের তুলনায় বেশি দেওয়া হবে এ ক্ষেত্রে কোনো কার্পণ্য করা হবে না। তিনি বলেন, বাংলাদেশের জিডিপির শতকরা ৮০ ভাগ কৃষি থেকেই আসে। এই জিডিপি বৃদ্ধি করতে হলে কৃষিজ উৎপাদন বৃদ্ধিও বিকল্প নেই। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে আন্তরিকতার সহিত কাজ করতে হবে। গণসংবর্ধনায় মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,বিকাল ৩:৩৭
  • ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২১ মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন