ঈগল প্রতীকে ভোট চাইলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

 খুলনার সময়: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের নলকুড়া বিলে নলকুড়া ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের খেলায় ঈগল প্রতীকে ভোট চাইলেন সাতক্ষীরা-২আসনের স্বতন্ত্র পদপ্রার্থী বারবার নির্বাচিত সাংসদ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। রবিবার (২৪ ডিসেম্বর) বিকালে নলকুড়া ইয়ং স্টার ক্লাবের আয়োজনে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের ঈগল প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। “আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। আমি সাতক্ষীরা-২আসনে ১০ বছর এমপি ছিলাম। নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করে আমি আপনাদের ভোট ও ভালোবাসা নিয়ে এমপি হয়েছিলাম। এবার সাতক্ষীরা-২ আসনে নৌকা প্রতীক নেই। আমি ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছি। তাই আপনাদের মহামূল্যবাণ ভোট ঈগল প্রতীকে ভোট দিয়ে আমাকে আবারও বিজয়ী করবেন ইনশাল্লাহ।” এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মীর তানজির আহমেদ, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, যুবনেতা মীর মহিতুল আলম, ইঞ্জিনিয়ার মীর ফাহমিদ আহমেদ তারিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা যুবলীগের সদস্য এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহিন, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক এস.এম তুহিনুর রহমান তুহিন, ছাত্রলীগ নেতা শেখ মোস্তাফিজুর রহমান শোভন, কাজী সাদিকুজ্জামান দীপ, সাবেক খেলোয়াড় মীর হায়দার আলী, শেখ রিয়াজুল ইসলাম, ছাত্রলীগ নেতা শেখ রিজভী আহমেদ, নলকুড়া ইয়ং স্টার ক্লাবের ইব্রাহীম, হৃদয়, রাকিব, সুজন, রাজা প্রমুখ। খেলার ধারাভাস্যকার ছিলেন কিং রাজ। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,বিকাল ৩:৩৪
  • ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২১ মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন