ঈগল প্রতীকে ভোট চাচ্ছেন প্রায় সব ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বাররা

সাতক্ষীরা ২ আসনে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ঈগল মার্কায় ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা ও গভীর রাত পর্যন্তও তিনি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। সাতক্ষীরা ২ আসনে নৌকা প্রতীক না থাকায় স্বতন্ত্র প্রার্থী এমপি রবি ঈগল প্রতীক বিজয়ী করতে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে ভোট চেয়ে বেড়াচ্ছেন। এ আসনে আওয়ামী লীগের কোন প্রার্থী না থাকায় ১৪টি ইউনিয়নের মধ্যে ১০ জন চেয়ারম্যান ও মেম্বাররাও ঈগল প্রতীকে ভোট চাচ্ছেন। ভোট সুষ্ঠু ও যার ভোট সে দিতে পারবে এমন আশা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে ও উৎসবের আমেজ বেড়েছে।
বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ সংসদ নির্বাচনে ঈগল মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান, তিনি বলেন, বিগত ১০ বছরে আমার এলাকার জীবনমান, রাস্তা-ঘাটের উন্নয়ন হয়েছে। জাতির স্বপ্ন বাস্তবায়নে দারিদ্র ও গৃহহীন মুক্ত বাংলাদেশ গড়ার জন্য শেখ হাসিনা কাজ করছেন। তিনি বলেন, উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং আমার অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সমাপ্ত করতে দ্বাদশ নির্বাচনে এ আসনে নৌকা না থাকায় আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছি। ভোটের মাঠে ঈগল প্রতীকের জোয়ার উঠেছে, আমি বিশ্বাস করি সাধারণ ভোটারদের ভালোবাসায় আমার ঈগল প্রতীক বিপুল জয়যুক্ত হবে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,সকাল ১১:৩১
  • ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২১ মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন