উত্তরে জেঁকে বসেছে শীত

জেঁকে বসেছে শীত

খুলনার সময়: কনকনে শীতে কাঁপছে উত্তরের জনপদসহ সারাদেশ। কুয়াশার চাদর মুড়ি দিয়ে জেঁকে বসেছে শীত। হিমেল বাতাস আর কনকনে ঠাণ্ডায় জবুথবু হয়ে পড়েছে মানুষ। সবচেয়ে কষ্ট আছে ছিন্নমূল ভাসমান মানুষ। আবহাওয়া অফিসের তথ্য মতে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০ ডিগ্রি সেলসিয়াস। নীলফামারীতে তীব্র শীত বইছে। উত্তরের সীমান্তর্বতী জেলা লালমনিরহাটে জেঁকে বসেছে শীত। চরাঞ্চলসহ নদীতীরবর্তী এলাকার মানুষ বেশি দুর্ভোগে রয়েছে। ঠাকুরগাঁওয়ে শীত বাড়ায় ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষেরা। শীতের কারণে ঠাণ্ডাজনিত শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়ারিয়ায় প্রকোপ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই ঠাণ্ডাজনিত কারণে অনেক শিশু হাসপাতালের আউটডোরে চিকিৎসা নিচ্ছে। এসময়ে শিশুদের বিশেষ যত্ন নিতে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,সকাল ১১:৪১
  • ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২১ মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন