উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া সাথে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার মতবিনিময়

আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪ টায় সদর উপজেলার ডিজিটাল কর্ণার হল রুমে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি ও দৈনিক বাংলার সাতক্ষীরা প্রতিনিধি মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া। সংগঠনের সাধারণ সম্পাদক শাহেদ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এড. এবিএম সেলিম, সহ সভাপতি ও আমাদের নতুন সময়ের সাতক্ষীরা প্রতিনিধি ডিএম কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও হৃদয়বার্তার নিজস্ব প্রতিনিধি এড. মিজানুর রহমান বাপ্পি, সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সন্ধ্যাবানির সাতক্ষীরা প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক কালের চিত্রের স্টাফ রিপোর্টার নাজমুল আলম মুন্না, অর্থ সম্পাদক ডা. মাসুদ রানা, প্রচার সম্পাদক ও দক্ষিণের মশালের স্টাফ রিপোর্টার আমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক ও দৈনিক সত্যপাঠের সাতক্ষীরা প্রতিনিধি আলী হোসেন, তথ্য বিষয়ক সম্পাদক মো. শরিফুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক সাতক্ষীরার সংবাদ স্টাফ রিপোর্টার শেখ আল আমিন। এসময় উপস্থিত ছিলেন দৈনিক কাগজের সংবাদ সাতক্ষীরা প্রতিনিধি কবির হোসেন, আজগার আলী, দৈনিক আলোকিত সকাল সাতক্ষীরা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, মো. অমিদ হাসান মিলন, দৈনিক সাতক্ষীরা সকালের নিজস্ব প্রতিনিধি জাফর হোসেন, মনিরুজ্জামান প্রমুখ। মতবিনিময় সভায় প্রধান অতিথি শামীম ভুইয়া বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন হিসেবে নিপিড়ত জুলুম অত্যাচার মানুষের কথা খুরধর লেখনির মাধ্যমে তুলে ধরে। সাংবাদিক সমাজ সবসময় দেশ ও কল্যাণের পক্ষে অবিচল থাকে, যার কারনে সাংবাদিক সমাজ দেশের চতুর্থ স্তম্ভ ও জাতির বিবেক বলা হয়। তিনি আরো বলেন, সাংবাদিকরা সবসময় লেখুনির মাধ্যমে আমাদের সহযোগিতা তথা সরকারকে নিরালসভাবে সহযোগিতা করে। যার জন্য বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করছে। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলোর সাতক্ষীরা প্রতিনিধি শাহেদ আহমেদ।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,সকাল ১০:৪৯
  • ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২১ মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন