এবারের নির্বাচনে আওয়ামী লীগের ৩১ বর্ষীয়ান নেতা

৩১ বর্ষীয়ান নেতা

খুলনার সময়: আওয়ামী লীগের অন্তত ৩১ জন বর্ষীয়ান নেতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চমবার দলের মনোনয়ন পেয়েছেন। এদের মধ্যে সর্বোচ্চ ১০ম বার দলের মনোনয়ন পেয়ে নির্বাচনে লড়ছেন তোফায়েল আহমেদ। এই প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে একবারো হারেননি, তাদের সংখ্যা ১১ জন। সবচেয়ে বেশি বয়সী হিসেবে মনোনয়ন পেয়েছেন আমীর হোসেন আমু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীদের তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, রাজনীতির মাঠে পুরনো ও পরীক্ষিতদের ওপর আস্থা রেখেছে ঐতিহ্যবাহী দলটি। এবছর ৩১ জন প্রার্থী দলীয় মনোনয়ন পেয়েছেন যারা এর আগে কমপক্ষে চারবার আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচন করেছেন। কমপক্ষে পাঁচবার মনোনয়ন পাওয়াদের মধ্যে আছেন ৩ জন প্রার্থী। ষষ্ঠবার নৌকা নিয়ে নির্বাচন করবেন ৪জন। সংসদ নির্বাচনে সপ্তমবার নৌকার প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের এমন বর্ষীয়ান নেতার সংখ্যা এবার ১১ জন। ৮ম বার নৌকার প্রার্থী হয়ে নির্বাচন করবেন ৭ জন ভাগ্যবান প্রার্থী।

সর্বোচ্চ ১০ম বার নৌকার মাঝি হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পেয়েছেন একমাত্র তোফায়েল আহমেদ। তারপরেই আছেন নৌকা নিয়ে ৯ বার নির্বাচন করা ২জন- আমির হোসেন আমু এবং শেখ ফজলুল করিম সেলিম। মনোনয়ন পেয়ে টানা ৮বার গোপালগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শেখ ফজলুল করিম সেলিম। গোপালগঞ্জ-৩ আসনে টানা ৭ বার নির্বাচিত হয়েছেন দলীয় প্রধান শেখ হাসিনা, পটুয়াখালী-২ আসনে আ স ম ফিরোজ, নরসিংদী-৫ আসনে রাজি উদ্দিন আহমেদ রাজু এবং সিলেট-৪ আসনে ইমরান আহমেদ। টানা ৬ বার বিজয়ী হওয়াদের মধ্যে আছেন-৪জন- মির্জা আজম, বর্তমান চিফ হুইপ নুরে আলম চৌধুরী, অধ্যক্ষ আব্দুস শহীদ ও বীর বাহাদুর উশৈসিং।

একাধারে ৫বার বিজয়ী হওয়াদের মধ্যে আছেন ফারুক খান ও আতাউর রহমান আতিক। সবচেয়ে বেশি ৮৪ বছর বয়সে আওয়ামী লীগের প্রার্থী হয়ে আসছে নির্বাচনে লড়ছেন আমীর হোসেন আমু।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,দুপুর ১২:১১
  • ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২১ মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন