ঐক্যবদ্ধভাবে নৌকার প্রার্থীদেরকে বিজয়ী করতে হবে : শেখ হারুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা জেলার ৪টি আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে বর্ধিত সভায় করেছেন খুলনা জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। সভাপতির বক্তৃতায় শেখ হারুনুর রশীদ বলেন, দেশ আজ গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজকে সম্পূর্ণ করতে শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন। স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়নসহ আর্থসামাজিক উন্নয়নের প্রতিটি সূচকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে ৫ বারের মতো প্রধানমন্ত্রী করতে হবে। সেলক্ষে ঐক্যবদ্ধভাবে নৌকার প্রার্থীদেরকে ভোটের মাধ্যমে বিজয়ী করতে হবে। সেই সাথে খুলনা জেলার আওতাধীন ৪টি আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান না নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান। তিনি জেলা আওয়ামী লীগের যেসকল নেতাকর্মীরা খুলনা সিটি কর্পোরেশন এলাকায় বসবাস করে তাদেরকে এসব আসনের নৌকা প্রার্থীর পক্ষে কাজ করার অনুরোধ করেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারির পরিচালনায় সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সোহরাব আলী সানা, এ্যাড. কাজী বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এম এম মুজিবর রহমান, এ এফ এম মাকসুদুর রহমান, আব্দুস সালাম মুর্শিদী এমপি, এ্যাড. রবীন্দ্র নাথ মন্ডল, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, বি এম এ ছালাম, এ্যাড. অধ্যা. নিমাই চন্দ্র রায়, রফিকুর রহমান রিপন, খুলনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ননী গোপাল মন্ডল, খুলনা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. রশীদুজ্জামান মোড়ল, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মো. কামরুজ্জামান জামাল, এ্যাড. ফরিদ আহমেদ, সরদার আবু সালেহ, জোবায়ের আহমেদ খান জবা, এমএ রিয়াজ কচি, এ্যাড. নব কুমার চক্রবর্তী, এ্যাড. মোস্তাফিজুর রহমান কালু, শ্রীমন্ত অধিকারী রাহুল, শেখ মো. রকিকুল ইসলাম লাবু, হালিমা ইসলাম, কাজী শামীম আহসান, মোজাফফর মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান বাবলু, মো. খায়রুল আলম, কামাল উদ্দিন বাদশা, মো. আবুল হোসেন, অধ্যক্ষ ফ ম ছালাম, বুলু রায় গাঙ্গুলী, জাহাঙ্গীর হোসেন মুকুল, ফারহানা হালিম, মোসা, শামসুন নাহার, পাপিয়া সরোয়ার শিউলি, শাহিনা আক্তার লিপি, অমিয় অধিকারী, আনিসুর রহমান মুক্ত, মোঃ জামিল খান, এফ এম অহিদুজ্জামান, মোল্লা আকরাম হোসেন, সরদার আবুল কাশেম ডাবলু, শেখ কামরুল হাসান টিপু, বিনয় কৃষ্ণ, শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার, মৃণাল হাজরা, নিশিত রঞ্জন মিস্ত্রী, হোসনেয়ারা চম্পা, নাজনিন নাহার কনা, খান খোরশেদ আলম, মো. মানিকুজ্জামান অশোক, শেখ মো. আবু হানিফ, ইঞ্জি. মাহফুজুর রহমান সোহাগ, এম এম আজিজুর রহমান রাসেল, এ্যাড. সেলিনা আক্তার পিয়া, মনোয়ারা খাতুন শিউলি, হাজি সাইফুল ইসলাম খান, আহমেদ ফিরোজ ইব্রাহিম তন্ময়, শহিদুল ইসলাম ইমন, ইঞ্জি. বরকত হোসেন, মো. পারভেজ হাওলাদার, মোঃ ইমরান হোসেন প্রমুখ।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,দুপুর ১:৩৫
  • ৪ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  • ১ রবিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন