ওয়েস্ট ইন্ডিজে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সাত ভেন্যু

ওয়েস্ট ইন্ডিজে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সাত ভেন্যু

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। সম্প্রতি যুক্তরাষ্ট্রের তিন ভেন্যু চূড়ান্ত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবার আরেক সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজের সাতটি ভেন্যু চুড়ান্ত করেছে আইসিসি। ওয়েস্ট ইন্ডিজ মাটিতে অ্যান্টিগা, বার্বাডোজ, ডোমিনিকা, গায়ানা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও ত্রিনিদাদ এণ্ড টোবাগোতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। এই নিয়ে তৃতীয়বার আইসিসি ইভেন্ট আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপ ও ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ছিল ক্যারিবীয়রা। যুক্তরাষ্ট্রের তিনটি ভেন্যু ডালাসের গ্র্যান্ড প্রেইরি, ফ্লোরিডার ব্রোয়ার্ড কাউন্টি এবং নিউইয়র্কের নাসাউ কাউন্টি গ্রাউন্ডে বিশ^কাপের ম্যাচগুলো হবে। এই প্রথমবারের মত ক্রিকেট বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মাটিতে। এই ব্যাপারে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডিচ বলেন, ‘আমরা আনন্দের সাথে টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় বিশ্বকাপের জন্য সাতটি ক্যারিবিয়ান ভেন্যুর নাম ঘোষণা করছি। শিরোপার জন্য ২০টি দল লড়াই করবে। যে মাঠগুলো বেছে নেয়া হয়েছে এগুলো সকল খেলোয়াড় ও দর্শকদের কাছে জনপ্রিয় স্থান যা টুর্নামেন্টে দুর্দান্ত মাত্রা যোগ করবে।’ ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০টি দল অংশ নিবে। ইতোমধ্যে ১৫টি দল চূড়ান্ত হয়েছে। দলগুলো হচ্ছে – ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, আফগানিস্তান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও পাপুয়া নিউগিনি। বাকি পাঁচ দলের চারটি আসবে এশিয়া ও আফ্রিকা এবং অন্যটি আমেরিকা থেকে। আগামী বছর ৪ থেকে ৩০ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্বকাপ।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,সকাল ১১:০০
  • ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২১ মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন