কয়রায় শ্রমিকলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

মিনহাজ দিপু,কয়রা:জাতীয় শ্রমিক লীগ কয়রা উপজেলা শাখার ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে সংগঠনটির খুলনা জেলা শাখা এই কমিটির অনুমোদন দেন। কমিটিতে সাবেক ছাত্রলীগ নেতা আল আমিন খোকনকে সভাপতি ও এসএম আমিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। মঙ্গলবার রাতে খুলনা জেলা শ্রমিক লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত শ্রমিক লীগের প্যাডে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি জানান। পূর্ণাঙ্গ কমিটি সূত্রে, মঙ্গলবার শ্রমিক লীগ খুলনা জেলার সভাপতি বিএম জাফর ও সাধারণ সম্পাদক শেখ পীর আলী পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বলেন, শ্রমিক লীগ কয়রা উপজেলার বিগত কমিটি মেয়াদত্তীর্ণ হওয়ায় বিলুপ্তি করে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে নতুন করে আগামী ২ বছরের জন্য ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার ,সন্ধ্যা ৭:০৫
  • ৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  • ৫ রবিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন