কাজটি আমি খুব এনজয় করছি : সুবহা

শোবিজের আলোচিত নাম শাহ হুমায়রা সুবহা। ছোট পর্দা দিয়ে অভিনয়ের শুরু তার। এরপর রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক তার। এছাড়া সুবহা অভিনীত ‘মন বসেছে পড়ার টেবিলে’ সিনেমাটির শুটিংও শেষ হয়েছে। ডাবিং শেষ হলেই মুক্তির মিছিলে আসবে এটি। তবে দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে সুবহা। মাঝে গানে কণ্ঠ দিয়েছেন তিনি। শ্রোতারা সুবহার গানেও বুদ হয়েছেন। এবার নতুন পরিচয়ে এই সুন্দরী। সম্প্রতি ভাইয়া গ্রুপে সহকারী ব্যবস্থাপন হিসেবে কোম্পানির ব্র্যান্ডিং এন্ড প্রমোশনের কাজ করছেন তিনি।

নতুন কাজ বেশ উপভোগ করছেন সুবহা। তিনি কালবেলাকে বলেন, ‘এই কাজটি আমি খুব এনজয় করছি। অফিসের পাশাপাশি নিজেকে ফিট করার চেষ্টায় আছি। নিয়মিত জিম করছি। অভিনয়ের প্রতি ভালোবাসা রয়েছে। নিজেকে ফিট করে হয়তো অভিনয়েও ফিরব। তবে প্রচুর কাজ করতে হবে এমন ভাবনা আমার মাঝে কখনোই ছিল না। মনের মতো কাজ যদি পাই করব।’

সুবহা আরও বলেন, ‘দেখুন আমার ভাগ্য হয়তো ভালো। কারণ ঘরে অবসর সময় কাটানোর সময়ও অসংখ্য কাজের অফার পেয়েছি। তবে নিজেকে ফিট না করে কাজ ফিরতে চাইনি। কিছুটা মুটিয়ে গিয়েছিলাম। এখন ওজন কমানোর মিশনে নেমেছি। আসলে খেতে খুব ভালোবাসি। কোমল পানীয় আর ফাস্ট ফুড খেয়ে ওজন বাড়িয়েছি। তবে নতুন জব বেশ এনজয় করছি। আমি অনেক বেশিদূর ভাবতে পারি না। দেখি সামনে কী অপেক্ষা করছে।’

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,দুপুর ১২:৩৩
  • ৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২২ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ৫ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন