কালিগঞ্জের পল্লীতে চুলার আগুনে বাড়ি পুড়ে ভষ্মিভূত

হাবিবুল্লাহ বাহার কালিগঞ্জ: রান্নার সময় অসাবধানবশত চুলার আগুনের লেলিহান শিখায় বসতবাড়ি পুড়ে ছাই সহ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধ কাটিগ্রামের আতিয়ার রহমানের বাড়িতে। খবর পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা ১০ কিলোমিটার দূরে ঘটনা স্থলে যাওয়ার আগেই স্থানীয় গ্রামবাসী আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনে। দক্ষিণ বন্ধকাটি গ্রামের হাফেজ গাজীর পুত্র আতিয়ার রহমান এবং আজিজুর রহমান জানান সকালে রান্না করার সময় আনুমানিক সাড়ে ৭ টার দিকে চুলার আগুনে বাড়িতে লেগে যায়। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে জানালে তিনি দ্রুত ফায়ার সার্ভিস ইউনিটকে খবর দেয়। ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা আসার পূর্বেই বাড়ির আসবাব পত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্তনা দেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,বিকাল ৩:০৭
  • ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২১ মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন