হাবিবুল্লাহ বাহার কালিগঞ্জঃ- চোরাই সাইকেল ক্রয়-বিক্রয়কালে চোর ও চোরের থলেদারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। বুধবার (২৮ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা থেকে তাদেরকে আটক করা হয়। স্থানীয়রা সাংবাদিকদের জানান, দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের মৃত শামসুর সরদারের পুত্র চিহ্নিত সাইকেল চোর শফিকুল ইসলাম নলতার মোগরার পুকুর পাড়ে দাড়িয়ে কালিগঞ্জ উপজেলার নলতার কাসেমপুর গ্রামের বারি সরদারের পুত্র চোরের থলেদার জাকির সরদারের কাছে একটি বাই সাইকেল বিক্রয় করার সময় স্থানীয়রা তাদেরকে জিঙ্গাসাবাদ করলে প্রথমে অস্বীকার করলেও পরে চোর শফিকুল ইসলাম সাইকেলটি শ্যামনগর এলাকা থেকে চুরি করে এসেছে বলে স্বীকার করে। এবং সাইকেল চুরি করে জাকির সরদারের কাছে বিক্রয় করে বলেও জানায়। এসময় স্থানীয়রা তাদেরকে আটক করে নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ মোঃ আনিছুজ্জামান খোকনকে জানালে তিনি এসে কালিগঞ্জ থানায় খবর দিলে এস.আই সুবেদ সঙ্গীয় ফোর্স নিয়ে এসে চোর শফিকুল ইসলাম ও চোরের থলেদার জাকির সরদাকে আটক করে থানায় নিয়ে যায়। উল্লেখ্য আটক চোর শফিকুল ইসলাম ও চোরের ধলেদার জাকির সরদার এর আগেও কয়েকটি চোরাই সাইকেলসহ আটক হয়ে জেল খেটেছে। এদিকে ২৮ ফেব্রুয়ারী বুধবার সকালে নলতা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকেও একটি সাইকেল চুরি হয়েছে বলে জানা গেছে।