কালিগঞ্জে কিশোরগংয়ের হাতে দিন মজুর জখম

কালিগঞ্জ প্রতিনিধি: দিনভর মৌতলা গ্রামের অসীমের বাড়ি থেকে দিন মজুর কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার সময় রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা কিশোর গং লিডার আরিফ বাহিনীকে সাইট দিতে বলার অপরাধে অসহায় দিন মজুর দেবু সরকারকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের কুকো ডাঙ্গা মোড় নামক স্থানে। ওই সময় গুরুতর আহত দেবুকে উদ্ধার করে পরিবারের সদস্যরা হাসপাতাল নিতে কিশোর গং নেতা আরিফের বাবা আরিফুল ইসলাম জীবননাশের হুমকি দিয়ে বাড়িতে অবরুদ্ধ করে রাখে। পরে স্থানীয় চেয়ারম্যানের হস্তক্ষেপে রাত ১০ টার সময় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৬ নম্বর বেডে ভর্তি করা হয়। আহত দেবু সরকার উপজেলার ভাড়া সিমলা গ্রামের মৃত রতন সরকারের পুত্র। হাসপাতালে ভর্তি ভুক্তভোগী দেবু সরকার ও তার স্ত্রী প্রতিমা সরকার সাংবাদিকদের জানায় প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার মৌতলা গ্রামের অসীম সরকারের রাস্তার কাজ শেষ করে একটি ভ্যানে করে ১টি স্যালো মেশিন ও ২ পাইপ নিয়ে দেবু সরকার এবং তার সহযোগী দিনমজুর হরিদাস সরকার, দীপঙ্কর এবং সুলাইমান সহ ৪ জন বাড়ি ফিরছিল। ফেরার পথে কুকো ডাঙ্গা মোড় নামক স্থানে রাস্তার উপরে একটি মেয়ে নিয়ে কিশোর গং নেতা আরিফুল ইসলাম তার অন্য ২ সহযোগী নিয়ে গল্প করছিল। ওই সময় তাদেরকে সাইট দিতে বলায় ক্ষিপ্ত হয়ে দিনমজুর দেবু সরকারের উপরে ক্ষিপ্ত হয়ে জীবলি গাছের কচা দিয়ে পিটিয়ে রক্তাক্ত যখম করে বাড়িতে অবরুদ্ধ করে রাখে। ওই সময়  আরিফের বাবা আমির আলী থানা পুলিশ না করার জন্য হুমকি দিতে থাকে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানালে রাত ১০ টার সময় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এ রিপোর্ট লেখাপর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি তবে কিশোরগংয়ের এবং তার পরিবারের হুমকিতে সংখ্যালঘু এই পরিবারটি আতঙ্কে দিন কাটাচ্ছে। স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন ও বরুন কুমার ঘোষ ঘটনার সত্যতা স্বীকার করে যথাযথ শাস্তির দাবি জানান।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার ,বিকাল ৩:৪৪
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  • ১৪ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন