কালিগঞ্জে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হলো মোটরসাইকেল ও সিসি ক্যামেরা

 সাতক্ষীরার কালিগঞ্জে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হলো  মোটরসাইকেল ৩টি সিসি ক্যামেরা।
ঘটনাটি ঘটেছে(১৮-ফেব্রুয়ারী ) রাত ১০টার দিকে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর (পুরাতন বাজার খোলা এলাকায়।
ভুক্তভোগী মুনছুর গাজী সাংবাদিকদের জানান, আমরা স্ব- পরিবারের যার যার শায়ন কক্ষে অবস্থান করা কালীন কাঠ ঘর হইতে বিকট শব্দ পাই। পরিবারের লোকজন বাহির হইয়া দেখি,কাঠ ঘরের মধ্যে থাকা  লাল রংয়ের হিরো হোন্ডা মোটর সাইকেল যাহার রেজিঃ নং-সাতক্ষীরা-হ-১৬- ২৯৫৮ ও বসতবাড়ীতে থাকা বাথরুমের কর্নারে লাগানো একটি সিসি ক্যামেরায় আগুন জ্বলিতেছে।
তখন পরিবারের লোকজন ডাক চিৎকার করিতে থাকি এবং আগুন নিয়ন্ত্রণে নেওয়ার জন্য পানি দিয়ে আগুন থাকি।একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হই।
 এ ব্যাপারে স্থানীয়রা সাংবাদিকদের জানান,  রাতে আঁধারে মোটরসাইকেল ও সিসি ক্যামেরা আগুন ধরিয়ে দিয়েছে এলাকার মানুষ বলে সন্দেহ করেছেন,তবে অমানবিক একটা কাজ করা কোন ভাবেই ঠিক হয়নি,এই চক্রের সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা প্রয়োজন।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রহমান সাংবাদিকদের জানান,  অভিযোগ  পেয়েছি, তদন্ত পূর্বক ব্যবস্থা নিবেন বলে জানান।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • সোমবার ,সকাল ১১:১৫
  • ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  • ৬ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন